মুখরিত অনুরণ
মুশফিক শুভ

১.

রাতের প্রথম ভাগ;
কোথাও জোছনা নেই;
দূর থেকে ভেসে আসে-
নিয়ন আলো,
এবং তোমার মৃদু স্বর।

শিহরিত আমি নীরব।

জড়তার প্রাচীর ছাপিয়ে-
কথা হল;
কুশল বিনিময় হল;
কম্পিত ঠোঁটের উষ্ণতায় ফুরালো কুয়াশার অস্বচ্ছতা।

অপেক্ষা-
কখন এ প্রতিক্ষার অবসান হবে?

২.

চারদিকে শীতল নীরবতা;
দূর থেকে স্পষ্ট হতে থাকে-
হৃদয়ের আহ্বান।

ধীরে ধীরে শুরু হতে থাকে-
কাছে আসা;
ভালোলাগা;
হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়ে দেবার আহ্বান।

আমি শুনি;
এক পৃথিবী মুগ্ধতার উপমা- তোমার হাসির সুর।

৩.

অতঃপর;
দীর্ঘ মেঘের ক্লান্তি মুছে-
সূর্যের আলোয় ঝলমলে দিন।

আলো ফুরাতেই;
আমাদের কথা হল-
অগণন তারার সংসারে।

Share.
Exit mobile version