আন্তর্জাতিক ডেস্ক।। আগামী দিনগুলোতে ‘ডিজিটাল টিকা পাসপোর্ট’ লাগতে পারে বিশ্বের যেকোনো দেশে যেতে। করোনা মহামারীর মধ্যে বৈশ্বিক চলাচল নিরাপদ করতে এরই মধ্যে এ ধরনের পাসপোর্ট তৈরির উদ্যোগ নিয়েছে সুইডেন ও যুক্তরাজ্য। আবেদনের মাধ্যমে এই পাসপোর্ট সেবা পাবেন টিকা গ্রহণকারীরা।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পাসপোর্ট তৈরির কাজ করছে বায়োমেট্রিক কোম্পানি আইপ্রুভ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমভাইন। ব্রিটিশ সরকারের অর্থায়নে সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনএইচএস-এর জন্য এ টিকা পাসপোর্ট তৈরি করছেন তারা।
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এ সুবিধা নেয়ার জন্য করোনা টিকা গ্রহণকারীরা তাদের টিকা নেয়ার সনদ দেখিয়ে ডিজিটাল টিকা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
ডেনমার্ক এবং সুইডেন এরই মধ্যে টিকা দেওয়ার জন্য কিছু ফর্ম ও ডিজিটাল শংসাপত্রের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ ধরনের স্কিম নিয়ে আলোচনা চালাচ্ছে ইইউ।
সুইডিশ ডিজিটালাইজেশন মন্ত্রী এন্ডারস ইজেম্যান বলেন, আগামীতে ভ্রমণে টিকা পাসপোর্ট প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসছে গ্রীষ্মে ব্যতিক্রমধর্মী এই পাসপোর্টের প্রচলন শুরু হবে।
চলতি মাসের শেষ দিকে প্রথমবারের মতো ‘করোনা ভাইরাস টিকা পাসপোর্ট’ উদ্বোধনের ঘোষণা দিয়েছে ডেনমার্ক

Share.
Exit mobile version