স্পোর্টস ডেস্ক।। ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন দুই জনই। এখনো হয়তো মাঠের ক্রিকেটে সক্রিয় থাকতেন। কিন্তু করোনার থাবায় ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে লম্বা সময়। এর মাঝেই বিসিবিতে চাকরির প্রস্তাব পেয়েছেন তারা। সবমিলিয়ে পেশাদার ক্রিকেটকে বিদায় বলার মঞ্চে চলে এসেছেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। তাদের নামের পাশে আজ থেকেই ‘সাবেক’ শব্দটা যুক্ত হয়ে যাচ্ছে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন দুই বাঁহাতি ক্রিকেটার। গতকাল এ সংবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত পালের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা ১২টায় সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিবেন রাজ্জাক-শাহরিয়

ইতিমধ্যে সর্বশেষ বোর্ড সভায় জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে রাজ্জাককে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া গুঞ্জন আছে, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার হিসেবে নিয়োগ পাচ্ছেন শাহরিয়ার নাফিস। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি।

Share.
Exit mobile version