কামরুল হাসান সোহাগঃ ভালোবাসা, নরম তুলোর ন্যায় আবেগ নিংড়ানো, অপ্রকাশিত স্পর্শকাতর এক তীব্রতর অনুভবের নাম। বর্ন, রূপ ও গন্ধহীন এই তীব্র অনুভবের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা হলো অপরের প্রতি তীব্র আকর্ষণ। এই আকর্ষণের শক্তি এতটাই প্রবল যার টানে প্রিয়জনকে কাছে পেতে আমরা ছুটছি উত্তর মেরু হতে দক্ষিন মেরুতে। শত ঘাত প্রতিঘাত প্রতিকূলতাকে পেছনে ফেলে প্রিয়জনকে বলছি- ভালোবাসি।
যান্ত্রিক দুনিয়ায় নানা ঘাত-প্রতিঘাতে অস্থির জীবন। অন্তত এই একটি দিনেও যদি মানুষের মধ্যে শান্তি ও সদ্ভাব ফিরে আসে, তাতে মন্দ কি? কারণ আমি চাই, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পৃথিবীর প্রতিটি মানুষ। রচিত হোক মহামিলনের মহাকাব্য।
১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। বছরের সুন্দরতম একটি দিন। যার অপেক্ষায় দীর্ঘ প্রহর গুণে প্রেমিক-প্রেমিকারা। ‘ভালোবাসা’ জীবনের সুন্দরতম এই উচ্চারণের শুদ্ধতম প্রকাশ ঘটে এই দিন। প্রেমিক-প্রেমিকাদের আবেগি উচ্চারনে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে……
লেখক- সহ সম্পাদক, দৈনিক রাঙ্গা প্রভাত
আওয়ামী যুবলীগ, বাকেরগঞ্জ উপজেলা শাখা
প্রধান পৃষ্ঠপোষক, সম্ভাবনার কলসকাঠী