রাঙা প্রভাত ডেস্ক।। দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী লিখিত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ (চতুর্থ বিষয় বাদে) ন্যূনতম ৮ থাকতে হবে।
পৃথকভাবে এসএসসিতে জিপিএ ৩.৫ এবং এইচএসসিতে জিপিএ ৩.৫ থাকতে হবে। আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রবিবার অনুষ্ঠিত এক সভায় আগামী ২৯ মে ভর্তি পরীক্ষা গ্রহণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এবারের ভর্তি পরীক্ষা কার্যক্রমে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় লিড ইউনিভার্সিটি হিসেবে দায়িত্ব পালন করবে।