রাষ্ট্র এবং প্রিয়তমা।। মুশফিক শুভ

সেদিন,

ক্যাম্পাসের পাচিল ঘেঁষা ফুটপাতে দাঁড়িয়;
ফুচকা খেতে খেতে-
আমাদের চোখে চোখে কথা হল;
ভাবের আদান প্রদান হল;
প্রণয় হল।

হঠাত দূর থেকে ভেসে আসে-
মিছিলের শ্লোগান;
বুলেটের শব্দ।

বসন্ত বাতাসে- বারুদের গন্ধ মিলেমিশে একাকার।

আমি উদ্ধত মেজাজে হেঁটে যেতে যেতে-
প্রিয়তমার চোখে দেখেছি উদাস আকাশ।

আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিতে নিতে বলেছিলাম;
প্রিয়তমা-
লাল সবুজ পতাকাটাকে তোমার আঁচল করে দেব।

Share.
Exit mobile version