এসো একদিন
স্বাধীন শাহ

সময় করে এসো একদিন আমার বারান্দায়
ঘাস ফুল লাগিয়েছি কষ্ট করে, দেখে যেও।
এখনও কি ঘাস ফুল ভালবাসো আগের মত
নাকি খানিকটা বদলে গেছো!
এখনও কি ঘাসফুল খোঁপায় গুজো
এখনও কি ঘাসফুল শুকিয়ে গেলে
মন খারাপ হয় আগের মতন
নাকি বদলে গেছো তুমি?
সময় করে এসো একদিন আমার বারান্দায়
তোমার অপেক্ষায় এখনও বসে থাকি
বারান্দার কার্নিসে চড়ুইদের আনাগোনা
এখনও আছে। একটি, দুইটি, তিনটি
মাঝে মাঝে স্বদল বলে আসে
চেয়ে থাকে আমার দিকে।
একটু থেকেই চলে যায়।
তোমায় খোঁজে। আচ্ছা এখনও কি
চড়ুই দেখে চড়ুই বলে চিৎকার করো।
এসো একদিন আমার বারান্দায়
ঘাসফুল, চড়ুই দেখে যেও।

Share.
Exit mobile version