মণীষ চন্দ্র বিশ্বাস,গৌরনদীঃ সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাম মহল্লায় হিন্দু ধর্মীয় মতে অন্যতম প্রধান উৎসব বিদ্যা ও সঙ্গীতের দেবী মা শ্রী শ্রী সরস্বতী পূজা স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অনুষ্ঠিত হয় । শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী নামেও পরিচিত। বাংলাদেশ ও ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতী পূজার অায়োজন করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি প্রথাও প্রচলিত অাছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বাবু গৌরাঙ্গ প্রসাদ গাঈন বলেছেন এ বছর বৈশ্বিক মহামারীর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্প পরিসরে শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা আয়োজন করা হয়।

Share.
Exit mobile version