মৌলভীবাজার প্রতিনিধি ঃ কুলাউড়া উপজেলা অধীনে শরীফপুর ইউনিয়ন ইটারঘাটে অভিযান চালিয়ে ২৮১ কেজি বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির ২,৩৪,০০০/ -টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯৷
শনিবার (২০ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
আটকৃত হলেন- কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামের ওয়াতিয়ার আলী ছেলে মন্জুর আলী( ৪১)
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার এএসসি, মেজর আহমেদ নোমান জাকি,লেঃ কর্ণেল আবু মুসা, মোঃ শরীফুল ইসলাম পিএসসি,লেঃ কমাঃ সিঞ্জান আহমেদ,তাদের নেতৃত্বে শনিবার কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের ইটারঘাট গ্রামে অভিযান চালায় র্যাব-৯৷ সে সময় আটককৃতর কাছ থেকে ২৮১ কেজি বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির ২,৩৪,০০০/- (দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা) উদ্ধার করা হয়।
কোম্পানি কমান্ডার এএসপি মেজর আহমেদ নোমান জাকি বলেন, মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। যে যুব সমাজ দেশ ও জাতির আগামী দিনের চালিকাশক্তি, তাদের একটি অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে৷ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে। র্যাব এসকল মাদক ব্যবসায়ীদের আটক করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে তিনি আরও বলেন ভবিষ্যতে র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে৷
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামীকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।