বিশেষ প্রতিনিধি।। ফেনীর কাশিমপুর উপজেলায় স্টার লাইন বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এরআগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারটার দিকে কারখানার প্যাকেটজাতকরণ গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।
স্টার লাইন বিস্কুট ফ্যাক্টরিতে কর্রত শ্রমিকেরা জানায়, কারখানাটির নাইট শিফটে এই সময় প্রায় পাঁচশ’ শ্রমিক কাজ করছিল। আগুনের সংবাদ শুনে তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে পড়ে।
প্রাথমিকভাবে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ২ ইউনিট। পরে নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে তিনি জানান।