বিশেষ প্রতিনিধি।। সরকারি চাকরিতে যোগ দেয়ার বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে শাহবাগে মোড়ে অবস্থান নিয়েছে সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
শুক্রবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে তারা এ অবস্থান নেয়। এ সময় যানচলাচল আংশিক ব্যাহত হয়।
তবে এ সময় পুলিশ অবস্থান কারীদের ছত্রভঙ্গ করলে তারা সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ আন্দোলন করে আসছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে। তাই চাকরির সময় সীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি তাদের।