বরিশাল : মোটরসাইকেলযোগে চরেমোনাই মাহফিলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শরীফ শেখ (২০) ও আল আমিন (২১) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে সকাল ১০ টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ দূর্ঘটনা ঘটে। নিহত শরীফ ও আল আমিন ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আলগী এলাকার বাসিন্দা।

নিহতদের স্বজনরা জানান, শরীফ ও আলামিন মোটরসাইকেল যোগে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশালের চরমোনাই মাহফিলস্থলে জুমার নামাজ আদায়ের জন্য আসছিলেন। পথিমধ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শরীফ শেখ ও আল আমিন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত্যু বলে ঘোষনা করেন। আল আমিনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে পুলিশ আটক করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিও পুলিশ জব্দ করেছে।

 

Share.
Exit mobile version