নিজস্ব প্রতিবেদক, খুলনা: রাষ্ট্রীয়ভাবে পাটকল চালু এবং বদলি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় খুলনার শিল্প নগরী খালিশপুর পিপল চত্বর প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অবিলম্বে সকল বন্ধ পাটকল চালু এবং রাষ্ট্রায়ত্ত পাটকলে বদলি ও অস্থায়ী দৈনিক ভিত্তিক শ্রমিকদের যাবতীয় পাওনা এককালীন পরিশোধ এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ রাষ্ট্রীয় মালিকানাধীন এ পাটকল চালু করার দাবি জানিয়ে সমাবেশে চারদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া একই দাবিতে এবং পাটকল রক্ষার্থে বিভিন্ন সংগ্রামী সংগঠন ও সুশীল সমাজের দায়িত্ব পাটকলের বদলি, অস্থায়ী, দৈনিক ভিত্তিক শ্রমিক ও শ্রমিক কর্মচারী সমন্বয় আঞ্চলিক কমিটির মতবিনিময় সভা করা হবে।

জনসভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ত পাটকল এর বদলী অস্থায়ী দৈনিক ভিত্তিক শ্রমিক ও শ্রমিক কর্মচারী সমন্বয় খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস উর রহমান। জনসভা পরিচালনা করেন মোঃ আলতাফ হোসেন ও নুরুল ইসলাম।

Share.
Exit mobile version