নিজস্ব প্রতিবেদক:- সফল নারী উদ্যোক্তা ও করোনা মহামারীতে জনসচেতনতা এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সামাজিক ও বিনোদন মূলক সংগঠন “আনাম স্মৃতি সংঘ” এর সভাপতি ও আওয়ামী লীগ নেত্রী মৌরীন আক্তার আশা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে আঞ্চলিক ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি পরিষদের আয়োজনে “আঞ্চলিক সংস্কৃতি রক্ষায় শিক্ষাবিদ ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিচারপতি এম. ফারুক মৌরীন আক্তার আশার হাতে ওই এ্যাওয়ার্ড তুলে দেন।
তখন উপস্থিত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম আহমেদ, সংগঠনের উপদেষ্টা ও অতিরিক্ত পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম পিপিএম, আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান, একুশে স্মৃতি পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আকবর হোসেন, পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম চুন্নু, যুগ্ম সম্পাদক এম এইচ আরমান চৌধুরি প্রমুখ।