মৌলভীবাজার প্রতিনিধি।। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা, সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। ২৮ শে ফেব্রুয়ারী রবিবার সকাল সাড়ে এগারোটায় চৌমোহনা চত্বরে
সংগঠনের জেলা  সভাপতি বেলাল তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম এ কাইয়ুম সুলতান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন  সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ রুহুল আমীন, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, প্রেসক্লাব সদস্য এম এ কাইয়ুম,  সহ সভাপতি সুধাংশু শেখর হালদার, সহ সভাপতি মোস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, সিনিয়র সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু,  অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, বাংলাদেশ প্রেসক্লাব এর জেলা সভাপতি রুমান আহমদ, দূর্ণীতি মুক্ত করন যুব ফোরাম এর সাধারণ সম্পাদক এম এ সামাদ রাজা, সংগঠনের দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান,   দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি রুমানা আক্তার, শিপা, জসীম উদ্দিন, রুহুল আলম রনি প্রমুখ। বক্তারা বলেন সারাদেশে সাংবাদিকদের কন্ঠরোধ করার যে অপচেষ্টা চলছে তার ই অংশ হিসেবে এই হত্যাকাণ্ড। মুজাক্কির এর হত্যাকারীদের কে চিহ্নিত করে এর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। বক্তারা  সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠন কে এক যুগে কাজ করার আহবান জানান।
Share.
Exit mobile version