নিজস্ব প্রতিবেদক, খুলনা: কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ মার্চ) সকালে খুলনা পুলিশ লাইনে শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও নিহতদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

পুলিশ লাইন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। এসময়ে উপস্থিত ছিলেন ডিআইজি (কমান্ড্যান্ট) পিটিসি মহাঃ আশরাফুজ্জামান,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম,কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত ডিআইজি (ডেপুটি কমান্ড্যান্ট) পিটিসি হাবিবুর রহমান খান, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, র‍্যাব-৬ অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজসহ খুলনা রেঞ্জ ও সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ।

জানা যায়, ২০১৭ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মোমেরিয়াল ডে পালিত হচ্ছে। দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজ সেবক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।

Share.
Exit mobile version