ক্যান্সার: ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে যা জানা জরুরী

নারীরা সাধারণত যে ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে একটি হলো ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার ।

তবে সাধারণত পঞ্চাশোর্ধ নারীরা এই ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। বাংলাদেশে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এ নিয়ে তেমন কোন গবেষণা এখনো হয়নি।

তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ১৫ থেকে ২০ শতাংশ নারী জিনগত কারণে এ রোগে আক্রান্ত হতে পারেন। জিনগত কারণ ছাড়াও অন্য বিচ্ছিন্ন যে কোন কারণে ওভারিয়ান ক্যান্সারে কেউ আক্রান্ত হতে পারেন।

এই ক্যান্সার ডিম্বাশয়কে সংক্রমিত করে এবং যতক্ষণ পর্যন্ত পেলভিক জোনে এবং পেটে না ছড়ায় ততক্ষণ পর্যন্ত এটি বুঝা যায় না। চিকিৎসকদের মতে- এই ক্যান্সারের প্রাথমিক উপসর্গ একেবারে নাই বললেই চলে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে ব্যথা হয় না। তারপরও যে লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয় তার একটি হলো- ক্ষুধামন্দা।

ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ কী? এই ক্যান্সারের ঝুঁকি কমাতে কী করা প্রয়োজন?

তথ্য সংগ্রহঃ শাহজাহান সরকার।

Share.
Exit mobile version