বরিশাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালে দলের ত্যাগী ও নির্যাতিত মনোনয়ন প্রত্যাশীদের হাতে দলীয় টিকেট দেয়া হবে নাকি হাইব্রীডরা নৌকা বাগিয়ে নিবেন, এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু তৃণমূল পর্যায়ের চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র।
সূত্রমতে, প্রথম দফার ইউপি নির্বাচনে জেলার ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলার ৮৮টি ইউনিয়নের সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করেছে আওয়ামী লীগ। খোঁজনিয়ে জানা গেছে, প্রায় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলের দুর্দীনের ত্যাগী ও নির্যাতিত নেতাদের পাশাপাশি সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হতে বিভিন্ন দল থেকে সদ্যযোগদান করা ব্যক্তিরাও আবেদন জমা দিয়েছেন। ফলে শেষপর্যন্ত কারা হবেন নৌকার মাঝি ত্যাগীরা নাকি হাইব্রীড। এনিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মাঝে।
সরেজমিনে নদী ঘেরা মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, ওই ইউনিয়নে সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় নেতৃবৃন্দের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবরে আবেদন করেছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা হিমু মুন্সী, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ঠেকাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধীতা করে পরাজিত হওয়া আবুল কালাম সিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম।
সাধারণ ভোটারদের মতে, আবু মুছা হিমু মুন্সী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সর্বদা এলাকার সাধারণ ভোটারদের সুখে দুঃখে পাশে ছিলেন ও আছেন। মহামারি করোনা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও তিনি সাধারণ মানুষকে সাধ্যমতো সহযোগিতা করেছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, আবু মুছা হিমু মুন্সী দীর্ঘ নয়বছর সফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় ইউনিয়নকে দলের শক্তিশালী ঘাঁটিতে পরিণত করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আবু মুছা হিমু মুন্সী বলেন, উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রথমধাপের আসন্ন ইউপি নির্বাচনে আমি দলের মনোনয়ন পেলে ইনশআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।