বরিশাল অফিস :- “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে দশটায় বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অয়োজনে সার্কিট হাউজের ধাঁনসিড়ি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার আনোয়ার হোসেন, বরিশাল চেম্বার অব কমার্সের সহসভাপতি আমিনুর রহমান, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ।

একইদিন জেলার গৌরনদী উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ভোক্তা সংরক্ষন দিবসের আলোচনা সভায় নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ভোলা সাহা, আনিছুর রহমান, কাজী আল আমীন, সজল ঘোষসহ অন্যান্যরা।

Share.
Exit mobile version