কেএম সোহেব জুয়েল, বিশেষ প্রতিবেদক, বরিশাল ।। গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের  প্রত্যন্ত কুরিরচর গ্রামের ৬ নং ওয়ার্ডে মন্নান সরদারের পুত্র কামাল সরদার  (৩৭) নির্বাচনি ফরম কিনতে গিয়ে  ব্যর্থ হয়ে পাগল প্রায়।
ইউপি প্রার্থি কামাল জানান কুড়িরচরের ৬ নং ওয়ার্ড থেকে ১১ এপ্রিল ২০২১ ইং সরিকল ইউপি নির্বাচনে মেম্বার পার্থী হয়ে অংশগ্রহন করবেন বলে দীর্ঘদিন ধরে প্রচার প্রচরনায়  চালিয়ে আসছেন। তারি ধারাবাহিকতায় সম্প্রতি গৌরনদী নির্বাচন অফিসে তার নির্বাচনী এলাকার ভোটার তালিকা নিতে আসলে তালিকায় তার (কামাল)  নাম না পেয়ে দিশাহারা হয়ে নির্বাচন অফিসারের কাছে ছুটে গিয়েও, তেমন কোন সুফল পাননি বলে এমনটি জানিয়েছেন কামাল। তিনি নির্বাচনে অংশগ্রহনটা  অনিশ্চিত ভাবছেন।
এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তার সাথে স্বাক্ষাত কালে তিনি   মাঠকর্তা কুরিরচর সাইক্লোন সেল্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনকে দায়ী করেন এবং তার অনিচ্ছা ও অনিহার কথাটাই বলেন।  কামাল দ্রুত ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করনের মধ্য দিয়ে যাতে করে নির্বাচনে অংশগ্রহণ গ্রহন করতে পারেন সে লক্ষে সরকারের সু দৃস্টি কামনা করেন।
Share.
Exit mobile version