বরিশাল প্রতিনিধি:- মনোনয়নপত্র দাখিল না করার জন্য প্রতিপক্ষের অব্যাহত হুমকির মুখে মানসিক ভারসাম্য হারিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মেম্বার প্রার্থী। মুমূর্ষ অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।
চিকিৎসাধীন সাধারণ ইউপি সদস্য পদপ্রার্থী ও সাবেক মেম্বার হাফিজুর রহমান জানান, আগামী ১১ এপ্রিলের প্রথমধাপের ইউপি নির্বাচনে তিনি বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। তিনি আরও জানান, মনোনয়নপত্র সংগ্রহ করার পর তার জনপ্রিয়তায় ঈশ্বান্মিত হয়ে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খোকন হাওলাদার ও তার লোকজনে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উল্লেখিতরা তাকে মনোনয়নপত্র জমা না দেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। এতে তিনি অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার জন্য বুধবার সকালে বিষপান করেন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদীর মোস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি করেছেন।