বরিশাল প্রতিনিধি :- ভূমি অফিসের কর্মকর্তার সাক্ষর জালকরে ভুয়া কাগজপত্র, খতিয়ান ও নামজারি তৈরি করে এলাকার নিরিহ মানুষের সাথে প্রতারণাকারী মুলহোতা ফারুক মৃধাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার।
শুক্রবার সকালে থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে উপজেলার ইল্লা গ্রামের মৃত চেয়ার আলী মৃধার পুত্র ফারুক মৃধা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তার সাক্ষর জালকরে ভুয়া কাগজপত্র, খতিয়ান ও নামজারি তৈরি করে এলাকার নিরিহ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে প্রতারক চক্রের মুলহোতা ও দুর্ধর্ষ প্রতারক ফারুক মৃধা উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে কাগজপত্র নিয়ে নামজারি করতে আসলে কর্মচারীদের সন্দেহ হয়। তাৎক্ষনিক বিষয়টি সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স জানতে পেরে প্রতারক ফারুক মৃধাকে আটক করে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে প্রতারক ফারুক মৃধাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।