অনলাইন ডেস্ক।। সৌর জগতের বৃহত্তম গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৭৭০০০ মাইল বেগে পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে। ভয়ঙ্কর এক বেগ। দক্ষিণ আকাশ দিয়ে যখন এটি ছুটে যাবে তখন এটি সব চেয়ে উজ্জ্বল থাকবে। আর এটি ২১ মার্চ পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাবে!

গ্রহাণুটি অতিক্রমের সময় পৃথিবী থেকে চাঁদের যতখানি দূরত্ব, তার চেয়ে পাঁচগুণ দূরত্বে থাকবে গ্রহাণুটি।

তাই পৃথিবীতে এই গ্রহাণুটির আঘাত হানার কোনো আশঙ্কা নেই।
গত ১১ মার্চই নাসা জানিয়েছিল, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুটি ২১ মার্চ নাগাদ পৃথিবীর কান ঘেঁষে চলে যাবে। গ্রহাণুটির নাম ২০০১ এফও৩২, যেটির ব্যাস প্রায় ৩০০০ ফুট। ২০ বছর আগে এটির আবিষ্কার হয়েছিল।
দক্ষিণ আকাশ দিয়ে যখন এটি ছুটে যাবে তখন এটি সব চেয়ে উজ্জ্বল থাকবে।
এ বিষয়ে ‘সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজে’র প্রধান পল খোডাস জানিয়েছেন, এই গ্রহাণুটি কোনো ভাবেই পৃথিবীর গায়ে এসে পড়ার আশঙ্কা নেই। এই গ্রহাণুটি চলে যাবার পর ২০৫২ সালের আগে পৃথিবীতে আর কোনো বড় আকারের গ্রহাণু আসার সম্ভাবনা নেই। বিজ্ঞানীদের মতে, ২০৫২ সালে যে গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে সেটির সাথে পৃথিবীর দূরত্ব থাকবে ২ দশমিক ৮ মিলিয়ন কিলোমিটার।

Share.
Exit mobile version