কোভিড-১৯ মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আজ থেকে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে।

“মাস্ক পরার অভ্যেস, কোভিড- ১৯ মুক্ত বাংলাদেশ”এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর নির্দেশে সারা দেশের ন্যায় বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে পুলিশ কমিশনার বিএমপি  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নেতৃত্বে একযোগে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে, যা চলমান থাকবে।

আজ ২১ মার্চ বরিশাল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরন, লিফলেট বিতরণ, যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো, সচেতনতামূলক র‍্যালি ও মাইকিং করা সহ নানান ধরনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এ-সময় বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে সকাল এগারো ঘটিকায় অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম এন্ড অপস এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা এন্ড বন্দর থানা শারমিন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা,  মোঃ নূরুল ইসলাম পিপিএম সহ অন্যান্য অফিসারবৃন্দ।

Share.
Exit mobile version