নিজস্ব  প্রতিবেদক।। বঙ্গবন্ধুর শত জন্মদিনে  এবারে একুশে  বই মেলায় উঠেছে নতুুন বই ” শত কবিতায় বঙ্গবন্ধু “। বইটির লেখক হলেন মোঃ হেমায়েত উদ্দিন কাজী।

এ বইর লেখক তরুণ কবির জন্মস্থান হলো  বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমির আগরপুরে। এ কবি দারিদ্র ঘরের সন্তান। তার ভিতরে আছে ইচ্ছা শক্তি আছে মুজিবই আদর্শ। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছেন শত কবিতা ।

তরুণ এ কবির কবিতার বইটি নব সাহিত্য প্রকাশনীর নিজস্ব স্টলে পাওয়া যাবে আর স্টল নং ৩১৫।

কবি মোঃ হেমায়েত উদ্দিন কাজী বলেন,  এই স্বাধীন বাংলাদেশ তৈরিতে বঙ্গবন্ধুর অবদান কখনো ভুলে যাওয়ার নয়। দল, বল নির্বিশেষে তিনি সবার তথা বিশ্বমানের নেতা। তাই তার প্রতি শ্রদ্ধা রেখে তার জন্মদিনের উপহার হিসেবে আমি তাকে নিয়ে ১০০ টি কবিতা লিখে বইমেলায় প্রকাশ করলাম “শত কবিতায় বঙ্গবন্ধু”  বইটি।

কবি আরো বলেন, বঙ্গবন্ধু  আজ বেঁচে নেই যে তার কাছে আমার এই উপহার তুলে দেব। তাই আমার খুব ইচ্ছা যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সাথে দেখা করার সুযোগ করে দেয় তবে আমি তাকে আমার লেখা,, শত কবিতায় বঙ্গবন্ধু,, কবিতার বইটি উপহার হিসেবে তার হাতে তুলে দিতাম।

Share.
Exit mobile version