বিশেষ প্রতিনিধি।। কুড়িগ্রামে ব্যাটারিচালিত অটোরিক্সার সিটের নিচে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সেইসঙ্গে অটোচালক আব্দুল কুদ্দুসকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দুপুরে জেলা পশু সম্পদ কার্যালয়ের লাগোয়া কুড়িগ্রাম-চিলমারী সড়কে অটোরিক্সাটি তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অধিনস্ত এবং ভারতের সীমান্ত ঘেঁষা অনন্তপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল কুদ্দুস তার অটোরিকশার সিটের নিচে দু’টি প্যাকেটে গাঁজাগুলো লুকিয়ে নিয়ে চিলমারীর দিকে যাচ্ছিলেন। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার এবং অটোচালককে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, আব্দুল কুদ্দুস তার অটোরিক্সায় মাদকদ্রব্য সরবরাহের কাজ করতো।
এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, এ ব্যাপারে এসআই আহসান হোসেন সৌরভ বাদী হয়ে আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।