চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।

বিশেষ প্রতিনিধি।। একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস। এটি তার প্রথম সন্তান জন্মদান। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। গতকাল শনিবার দুপুরে খোঁজ নিয়ে জানা যায়, ৪ সন্তান ও মা সুস্থ আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইনি বিশেজ্ঞ ডা. আবদুল কাইয়ুম। জান্নাতুল ফেরদৌস নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারী বাড়ির রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী।

এর আগে গত ৩০ মার্চ ফেনীর দেবীপুরে প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে একসঙ্গে চার সন্তান জন্ম দেন জান্নাতুল ফেরদৌস। শুক্রবার সন্তানদের নিয়ে বাড়ি ফিরেন তিনি।

গাইনি বিশেজ্ঞ ডা. আবদুল কাইয়ুম বলেন, আমার জীবনে এটি প্রথম। একসঙ্গে ৪ সন্তান নরমাল ডেলিভারি। পরিবার ভালোভাবে যত্ন নিতে পারলে চার সন্তান সুস্থ থাকবে। তবে একসঙ্গে ৪ সন্তান জন্মদানের জন্য প্রসূতির কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় খাবার-দাবারসহ বাড়তি যত্ন নিতে হবে। জান্নাতুল ফেরদৌস বলেন, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে এ চার সন্তান দান করেছেন। যদি ডা. কাইয়ুম স্যার ডেলিভারি করাতে রাজি না হতেন তাহলে আমাদের ঢাকা চট্টগ্রাম যেতে হতো। আমাদের বাড়তি ভোগান্তি পোহাতে হতো।

Share.
Exit mobile version