হোসেন আলী, কোটালীপারা থেকেঃ অমর একুশে বইমেলা-২০২১ এ প্রকাশিত হয়েছে স্বপন বিশ্বাসের প্রথম কাব্যগ্রন্থ বুঝলে অবশেষে। বইটি প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশ। বইমেলার পাণ্ডুলিপি প্রকাশের ৫৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটির প্রচ্ছদ রচনা করেন সোহানুর রহমান অনন্ত। ৬৪ পৃষ্টার বইটিতে রয়েছে ৫৬ টি কবিতা।
বইটি সম্পর্কে লেখক স্বপন বিশ্বাস বলেন, বুঝলে অবশেষে বইটিতে রয়েছে প্রেম, বিরহ-বেদনা এবং বাস্তব সম্পর্কিত ৫৬ টি কবিতা। আশা করি বইটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিবে। পাঠকের হৃদয়ের তৃপ্তিই আমার পরবর্তী লেখার উৎসাহ ও প্রেরনা যোগাবে।
উল্লেখ্য, লেখক স্বপন বিশ্বাস ১৯৮৫ সালের ৪ঠা মে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজলার তুলসিবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে ছোট সন্তান তিনি। প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় অত্যন্ত মেধাবী স্বপন বিশ্বাস বিজ্ঞান বিভাগে এস.এস.সি ও এইচ.এস.সি পাশ করে পরবর্তিতে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। বর্তামনে শিক্ষকতা পেশায় নিয়োজিত স্বপন বিশ্বাস ছোটবেলা থেকেই লেখালিখির প্রতি যথেষ্ট আগ্রহী ছিলেন। তিনি মূলত বিশিষ্ট কবিদের জীবনবোধ, মানবতাবোধ ও আদর্শবোধে উদ্বুদ্ধ হয়েই লেখালিখি শুরু করেন।