হোসেন আলী ,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাম্প্রতিক লু-হাওয়ায়( গরম বাতাস) আক্রান্ত বোরো ফসল সরেজমিনে পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল।
গত (০৪ ই এপ্রিল) সন্ধার পরে হঠাৎ ঝড়ের বেগে বয়ে যাওয়া লু-হাওয়ায়( গরম বাতাস) আক্রান্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই ক্ষতি পরিদর্শন করতে আসেন ফরিদপুরের অতিরিক্ত পরিচালক কৃৃষিবিদ মনোজিত কুমার মল্লিক।
এছাড়া পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, গোপালগঞ্জের উপপরিচালক কৃৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়, জেলা প্রশিক্ষণ অফিসার কৃৃষিবিদ আ: কাদের সরদার, জেলা কৃষি প্রকৌশলী শফীকুর রহমান, কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার কৃৃষিবিদ নিটুল রায়, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: মিলন ও কৃষিবিদ আরাফাত জামিল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম বৈদ্য ,দীনেশ জয়ধর ,বিকাশ সরকার, সুমন মৈত্র, মনোজ কুমার মৃধাও স্বপন হালদার।
এছাড়া কোটালীপাড়া উপজেলা কৃষি টিম সার্বক্ষণিক ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে।