বিশেষ প্রতিনিধি।। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। প্রথমে দমকা হাওয়া পরে হালকা বৃষ্টির সঙ্গে মাঝারি আকারের শিলাবৃষ্টি হয় প্রায় ২০ মিনিট। এরপর শিলার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি চলে আরও ২০ থেকে ২৫ মিনিট। হঠাৎ এই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আম, ধান, কাকড়, তরমুজসহ বিভিন্ন ফসলে।

কয়েকজন আম চাষি জানান, এই শিলা বৃষ্টিতে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ আম পড়ে গেছে। অবশিষ্ট যা আছে, যত্ন করে শেষ পর্যন্ত বিক্রি করতে পারলে কোনো রকম খরচটা উঠে আসবে।

টানা ৮ মাস বৃষ্টিপাত না থাকায় বৃষ্টির অপেক্ষায় ছিল সাধারণ কৃষক। কিন্তু হঠাৎ ব্যাপক এই শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেল বলে জানান ভুক্তভোগী কৃষকরা।

এ বিষয়ে বড়াইগ্রাম কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, এ মুহূর্তে ক্ষতির পরিমাণ পরিমাপ করা যাচ্ছে না, আমরা খোঁজ-খবর নিয়ে পরে জানাতে পারব।

Share.
Exit mobile version