বিশেষ প্রতিনিধি।।পাবনার কাশিনাথপুরের নিকটবর্তী “বাগান বাড়ি শিশু পার্কে” এ সি আই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে শনিবার (১০ মার্চ) একদিন ব্যাপি পোল্ট্রি খামারীদের নিয়ে এক দিনের বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।


সেমিনারে সুজানগর,সাঁথিয়া ও বেড়া উপজেলার মোট ২০০ জন পোল্ট্রি খামারী মালিকদের আধুনিক ও বিজ্ঞান সম্মত উপায়ে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও সুষম খাদ্যের মাধ্যমে পোল্ট্রি ব্যাবসা করে লাভোবান হওয়া যায় এ বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।


সেমিনারে উপস্হিত থেকে দিক নির্দেশনা মূলোক বক্তব্য রাখেন ডাঃ আখতারুল আলম,সিনিয়র ম্যানেজার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ।ডাঃ রাশেদুল ইসলাম,সুপার ভাইজার,পাবনা,সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং ডাঃ আশিক হাসান,টেরিটরি এক্সিকিউটিভ,পোল্ট্রি, পাবনা জেলা।
সার্বিক সহযোগিতায় ছিলেন
মোঃ মোতাহার হোসেন
এম হোসেন পোল্ট্রি ফিড এন্ড চিক্ স
কাশিনাথপুর, পাবনা।

Share.
Exit mobile version