আন্তর্জাতিক অনলাইন ডেস্ক।। যাত্রীবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, লরিটিতে ৪০ থেকে ৪৫ জন মানুষ ছিলেন। তাতে বেশ কয়েকজন নারী ও শিশুও ছিলেন। তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে লাখনায় যাচ্ছিলেন। কিন্তু মাঝপথেই লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই সেটি গিয়ে পড়ে রাস্তার পাশের ৩৫ ফুট গভীর একটি খাদে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। শুরু হয় উদ্ধার কাজ।

শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় দশজন মারা গেছেন। মৃতদের প্রত্যেকেই পুরুষ। এছাড়া ৩০ থেকে ৩৫ জন আহতও হয়েছেন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

তবে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সংবাদ প্রতিদিন।

Share.
Exit mobile version