মোঃ ইকবাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি:- লকডাউন বাস্তবায়নে প্রথম থেকেই শার্শা থানা পুলিশের কার্যকর্ম ছিল চোখ পরার মত। তবে হঠাৎ করে লকডাউনের ৬ষ্ঠ দিনে পুলিশকে কঠোর অবস্থান নিতে দেখা যায়।
১৯ এপ্রিল রোববার সকাল ১০টা থেকে শার্শা বাজারে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশের ব্যাপক অ্যাকশন নিতে দেখা যায়। মানুষের সমাগম ও অটোরিক্সা, মোটর সাইকেল, দোকানপাট, জটলা দেখলে পুলিশ তাদেরকে কঠোর জিঙ্গাসাবাদ সহ অযথা অবস্থানরতদের ধাওয়া দিতে দেখা যায়।
তারপরও অনেকেই জরুরি প্রয়োজন ব্যতীত বিভিন্ন ‘অজুহাতে’ রাস্তাায় চলাচলের চেষ্টা করেছেন। দ্বিতীয় দফায় কড়াকড়ি লকডাউনের ৬ষ্ঠ দিনে বাজারে বিভিন্ন যায়গাই ঘুরে এমন চিত্র দেখা গেছে।
নাভারণ সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান পুলিশি কার্যক্রম পরিদর্শন করছেন এবং নানা নির্দেশনা দিতে দেখা গেছে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই লকডাউনকে বাস্তবায়ন করতে সকাল থেকেই মাঠে অবস্থান করছি। লকডাউন সম্পর্কে আগে থেকেই সকলকে সতর্ক করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া আমরা একদমই কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না। সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আমরা কঠোর অবস্থানে রয়েছি। লকডাউন বাস্তবায়নে শহরের সবকটি প্রবেশপথসহ সব পয়েন্টেই পুলিশের উপস্থিতি রয়েছে। আমরা লকডাউন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছি।