রাঙা প্রভাত অনলাইন ডেস্ক।। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ১৮ জন। আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার স্টেশন ডিউটি ম্যান মো. কাইয়ুম।
মো. কাইয়ুম বলেন, ‘৩টা ১৮ মিনিটে ভবনটিতে আগুন লাগে। বিএনসি টাওয়ারের নিচ তলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদরঘাট ফায়ার স্টেশন কাজ করছে। আহত মানুষ উদ্ধার করা হচ্ছে’।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, ভবনটি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Share.
Exit mobile version