অনলাইন ডেস্ক।। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
আন্তর্জাতিক ওয়েব সাইট ভলকানো জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো রিখটার স্কেলে ৬.২। ভারতের আসামের দিখাজুল নামক স্থানের মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলেও জানিয়েছে ওয়েব সাইটটি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।