বিশেষ প্রতিনিধি।। চাঁদপুরে দ্বিগুণেরও বেশি দামে তরমুজ বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক সময় সংবাদকে জানান, মতলব বাজারে অস্বাভাবিক বাড়তি দামে তরমুজ বিক্রি হচ্ছে। বেশ কয়েকজন ক্রেতার কাছ থেকে এমন অভিযোগ পেয়ে বাজারে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় হাতে নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ছয়জন তরমুজ বিক্রেতাকে নগদ ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ২৪০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত প্রতি তরমুজ ক্রয় করা হলেও আকারভেদে তা বিক্রি করা হচ্ছিল ৬০০ থেকে ৭০০ টাকা দরে। যা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী।

বাজার পর্যবেক্ষণ এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেন ইউএনও। এছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি না নিতে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেন।

Share.
Exit mobile version