বিশেষ প্রতিনিধি।। তিন মাস না যেতেই আবারও আগুন লেগেছে সুন্দরবনে। আগুন ছড়িয়ে পড়েছে বিরাট অংশজুড়ে। প্রায় দুই একর বনজুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় এ অগ্নিকা- ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ও শরণখেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে রাত নয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি আগুন লেগে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার চার শতক ভূমি (যা সুন্দরবনের অন্তত ৩ শতাংশ) পুড়ে যায়। এই নিয়ে গত ২০ বছরে ২৫ বার অগ্নিকা- ঘটেছে সুন্দরবনে।

বন বিভাগ জানায়, অতিরিক্ত তাপদাহের কারণে মাটিতে বিভিন্ন প্রজাতির জমে থাকা গাছের পাতা গরম হয়ে প্রাকৃতিকভাবে এ অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে। অপরদিকে, স্থানীয়দের মতে- বনের মধুসহ নানা প্রকার সম্পদ চোরাই পথে আহরণকারীদের অসাবধানতার কারণে এ অগ্নিকা- ঘটতে পারে। জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা মনে করেন।
গতকাল সোমবার সকাল দশটার দিকে স্থানীয়রা শরণখোলা চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী এলাকায় ধোয়ার কু-লী দেখে দাসের ভাড়ানি ক্যাম্পের বনরক্ষীদের খবর দেন।

স্থানীয় সিপিজির টিম লিডার লুৎফর রহমান বলেন, সুন্দরবনে আগুন লাগলে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা আগুন নেভানোর কাজে অংশ নিই। এর আগেও আমরা ১৫-২০জন সিপিজি সদস্য সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আজও আমরা আগুন নেভানোর কাজে অংশ নিয়েছি। আশা করি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারবো।

Share.
Exit mobile version