কামরুল হাসান সোহাগ
বর্তমান সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন আজ (৭ মে)। ২০০৭ সালের আজকের দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন আমেরিকায় চিকিৎসা সম্পন্ন করে বাংলাদেশে ফিরে আসেন তিনি।
৭ মে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখ লাখ জনগন তাকে সাদর সংবর্ধনা জানায়। উপস্থিত জনতা বিমানবন্দর থেকে মিছিল শোভাযাত্রা সহকারে তাদের প্রানপ্রিয় নেত্রী কে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে। দেশে ফিরেই জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় শুরু করেন নতুন সংগ্রাম। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।
দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। নিজেকে নিয়োজিত করেন বঙ্গবন্ধুর স্বপ্নের সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজে। সেই থেকে আজও অবধি দিন বদলের অভিযাত্রায় উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের এই বিশেষ দিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
লেখক, সহ সম্পাদক- ডেইলি রাঙা প্রভাত
প্রধান পৃষ্ঠপোষক- সম্ভাবনার কলসকাঠী