বিশেষ প্রতিনিধি।। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে ডুবে গেছে। রোববার বিকেলে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালকসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ফেরিতে ওঠার জন্য পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে পৌঁছায় মাগুরাগামী মাইক্রোবাসটি। এ সময় মাইক্রোবাসে ছিলেন—চালক রিয়াজ হোসেন (৩২), যাত্রী কামরুজ্জামান (৬০), শাহজাহান মণ্ডল (২৫)ও মোহাম্মদ আলিফ (১০) নামে এক শিশু।

পাটুরিয়া নৌ-পুলিশ এবং ফেরিঘাট সূত্রে আরও জানা যায়, পাঁচ নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। চালকসহ যাত্রীরা মাইক্রোবাস থেকে বেড়িয়ে তীরে উঠতে সক্ষম হন।
পাটুরিয়া নৌ-পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন বলেন, মাইক্রোবাসে থাকা যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সন্ধ্যায় বিআইডব্লিউটিসির ক্রেন দিয়ে মাইক্রোবাসটি নদী থেকে তীরে উঠানো হয়েছে।

Share.
Exit mobile version