মোঃ ইকবাল হোসেন, বেনাপোল  (যশোর) প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বুধবার বেলা ১০টার থেকে একঘণ্টা নাভারন-সাতক্ষীরা মোড়ের জিরোপয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান উপস্থিত গণমাধ্যম কর্মীরা।
এছাড়া দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বেনাপোলে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। নাভারন, শার্শা, বাঁগআচড়াসহ বেনাপোলে কর্মরত সকল সাংবাদিক ভাইদের নিয়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে বেনাপোল কাস্টমস হাউজের সামনে।উপস্থিত গণমাধ্যম কর্মীরা বলেন দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা রোজিনা নিঃস্বার্থ মুক্তি চাই।
Share.
Exit mobile version