পত্রিকা বা কোন গণমাধ্যমে যারা কর্মরত তারা সবাই কি সাংবাদিক? অনেক ক্ষেত্রেই সংবাদমাধ্যমে যুক্ত সকলেই হয়ে উঠতে পারেন না প্রকৃত সাংবাদিক। আর তাই ভুক্তভোগীরা অনেক সাংবাদিককে ক্ষাণিকটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে থাকেন।
সাংবাদিকতা একটি মহান পেশা। সংবাদপত্র একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের কোন স্তম্ভই একে অপরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক। সাংবাদিকতা নিশ্চয়ই ঝুঁকিপূর্ণ একটি পেশা। তবে এটি অনেক ক্ষেত্রে নিজের জন্য নয়, ব্যক্তিবিশেষ কিংবা কোন শ্রেণী বা প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
মুলত এ কারণেই বহুল প্রচলিত দুটি শব্দ হলো- হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা। এ দুটো মুলত একই। কোনো সাংবাদিক যদি ভাড়াটে লোকের ন্যায় তার পেশাকে ব্যবহার করেন তাহলে তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে।
সততা সেবা ও সাংবাদিকতা-একই সূত্রে গাঁথা। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন করে তা জনসমুক্ষে প্রকাশ করা। প্রত্যেক সাংবাদিককে আত্মসচেতনতার মাধ্যমে পেশার দায়িত্ব ও নির্দেশনা মেনে চলা অতিব গুরুত্বপূর্ন। তাতেই দেশ ও দশের কল্যান।
লেখক: কামরুল হাসান সোহাগ
সহ সম্পাদক, ডেইলি রাঙা প্রভাত