অনলাইন ডেস্ক।। ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর। হামলার ঘটনায় সোপোর শহরে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন নিহত হয়ছেন। এই হামলায় ভারতীয় পুলিশের আরও তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সোপোরের আরামপোরা এলাকায় টহল দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, হামলায় দুই পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্য তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সন্ত্রাসীদের খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে বাহিনী।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, কোনো সন্দেহ ছাড়াই এ ধরনের হামলার অবশ্যই নিন্দা জানাতে হবে। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Share.
Exit mobile version