রাঙা প্রভাত অনলাইন।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘা আড়াইর মাছ বিক্রি করা হয়েছে ২৬ হাজার টাকায়। মাছটি গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীতে ধরা পড়েছে বলে জেলেদের দাবি। সেখান থেকে মাছটি নিয়ে আসা হয় কালীগঞ্জে।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার কাকিনা বাজারে ক্রেতাদের কাছে ৫শ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আর মাছটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলার ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৫২ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ। সেখানকার বাজারে মাছটির চাহিদা না থাকায় লালমনিরহাটের কাকিনা বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। মাছটি ক্রয় করতে একক কোনো ক্রেতা না থাকায় জেলেরা মাছটি কেটে ৫শ টাকা কেজি দরে বিক্রি করেন। সেখানে ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করে ভাগবাটোয়ারা করে নেন।

Share.
Exit mobile version