রফিকুল ইসলাম রনি, বরিশাল :- ত্রিশ বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। এর আগে নির্বাচনগুলোতে নিজের ভোট নিজে দিতে পারি নি। ভোট দিতে আসলেই নেতারা বলে আপনার ভোট হয়ে গেছে। শেখের মাইয়্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ করে দেছে মোগো, শেখ হাসিনাকে অংখ্য ধন্যবাদ- এমন কথা গুলো বলেন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির ৬নং ওয়ার্ডের চরহোগলপাতিয়া ভোট কেন্দ্রে ভোট দিতে আসা প্রায় ৭৫ বছর বয়সী ভোটার জব্বার সরদার।

উপজেলার চারটি ইউপিতে প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর চারটি ইউপির মধ্যে জাহাঙ্গীর নগর ভোটারদের জন্য ইভিএমএর ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। ইভিএমএর মাধ্যমে ভোট প্রয়োগ করতে পেরে খুঁসি ভোটারগণ।

সোমবার জাহাঙ্গীর নগর ইউপির কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, ভোটর কেন্দ্রে সকালে পুরুষ এবং বিকেলে মহিলা ভোটার বেশি ছিলো। তবে গড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের উপস্থিতি একি রকম ছিলো । কোন আপত্তিকর ঘটনা ঘটেনি কোন ভোট কেন্দ্রে। ভোটের পুরো দিনটিই প্রশাসনের নজরদারিতে ছিলো। পরবর্তী নির্বাচন গুলোতে এভিএমএ মাধ্যমে সকলে ভোট দিতে পারে এমন কথা ব্যক্ত করে সাধারণ ভোটারা।

Share.
Exit mobile version