বরিশাল প্রতিনিধি :- চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার দুপুর থেকে বরিশাল-ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিøউটিএ)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বিআইডবিøউটিএ’র বরিশালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এরআগে ঢাকার সাথে দেশের দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়, যা মঙ্গলবার ভোর থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া গত ২১ জুন থেকে ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করায় সেসব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডবিøউটিএ।

সূত্রে আরও জানা গেছে, বিআইডবিøউটিএ’র ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার থেকে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল থেকে কোন যাত্রীবাহি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেনা। একইভাবে ঢাকা থেকেও কোন লঞ্চ বরিশালের উদ্দেশ্যে আসবেনা।

 

 

Share.
Exit mobile version