রাঙা প্রভাত ডেস্ক :- বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনা পরীক্ষায় ৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৭৯ ভাগ।

ডা. সাইফুল ইসলাম আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। এক সপ্তাহ আগেও গড়ে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা ছিল ১০ জন। গত তিন দিনে গড়ে ৪০ করে রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী করোনায় আক্রান্ত। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৮ জন।

তিনি জানান, গত বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে ৪ হাজার ৮১০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১ হাজার ১৮১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯২৩ জন।

এদিকে করোনা সংক্রমণে হার বেড়ে যাওয়ায় নমুনা পরীক্ষার জন্য মানুষের ভিড় বাড়ছে। নমুনা সংগ্রহের তিনদিনের মধ্যে রিপোর্ট দেয়ার নিয়ম থাকলেও সময়মত তা দেয়া হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন।

জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘বরিশালের একমাত্র পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ১৮৯টি নমুনা পরীক্ষা করা সম্ভব। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এখন মেডিকেল কলেজের ল্যাবে নমুনা সংগৃহীত হচ্ছে বেশি। যে কারনে নগরীর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা থেকে সংগৃহীত নমুনার কিছু ঢাকায় পাঠানো হচ্ছে। এতে রিপোর্ট পেতে দেরি হচ্ছে কিছুটা।’

নমুনা দেয়ার কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘চাপ বেশি থাকায় নমুনা পরীক্ষায় আমরা এখন ধরা বাধা আর নিয়মের মধ্যে নেই।’

Share.
Exit mobile version