দহনকাল

আশ্রাফুল ইসলাম জুপিটার

রাতের আকাশ জুড়ে আজ লক্ষ কোটি তারা
সন্ধ্যে থেকে একা একা গুণেই আমি সারা,
তুমি যখন রাখলে পিঠে তোমার কোমল হাত
আচমকা ঐ আকাশ থেকে খসেই পড়ল চাঁদ।

পড়ে থাকা সে চাঁদের আলোয় ভিজেই গেলাম শেষে
যখন তুমি আমায় ঘিরে গল্প করলে হেসে,
আমি যখন সব হতাশায় নিমজ্জিত প্রায়
তখন তুমিই পাশে থেকে সাহস যোগাও আমায়।

চারিদিকে যখন শুধুই দুঃখের আর্তনাদ
তুমিই তখন ঠিক করে দাও আমার ভাংগা বাধ,
আমার দুঃখের দহনকালে তাই তোমায় প্রয়োজন
তুমি আমার একান্ত সেই প্রাণের প্রিয়জন।

লেখকঃ অতিরিক্ত জেলা প্রশাসক, বরগুনা।

প্রকাশ ০২/৭/২০২১

Share.
Exit mobile version