নিজস্ব প্রতিবেদক।। সরকার ঘোষিত লকডাউন সফল করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও করোনা প্রতিরোধ  বরিশাল  জেলা কমিটির সমন্বয়ে শুক্রবার  (২ জুলাই)  দুপুর ১২টায় সার্কিট হাউজে জেলা প্রশাসক জনাব মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকার ঘোষিত লকডাউন কঠোর বাস্তবায়নে নিয়োজিত সকল বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং শনিবার (৩ জুলাই) থেকে  জেলার সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল ৫ ঘটিকার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।

এ-সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার  মোঃ মারুফ হোসেন পিপিএম, র‍্যাব -৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি সহ সকল বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ।

Share.
Exit mobile version