বিশেষ প্রতিনিধি।। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ওই মহাসড়কের শরীফবাড়ি কালভার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কলাপাড়া উপজেলার সাবেক এমপি মাহাবুব তালুকদারের ভাগ্নে ইমরুল কবির ইমু এবং মাইক্রোবাস চালক মাহাবুব।

বিকেল ৪টায় নিহত ইমু ও তার মা কলাপাড়া উপজেলা সবুজবাগ এলাকা থেকে মাইক্রোবাসে নানাবাড়ি বরিশালের বটতলায় উদ্দেশে রওয়ানা দেয়।

এ সময় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের শরীফ বাড়ি কালভার্ড এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে এলে পটুয়াখালী মেডিকেল হাসপাতালের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত ইমু কলাপাড়া উপজেলার সাবেক এমপি মাহাবুব তালুকদারের ভাগ্নে। সে কোরবানির ঈদ উদযাপন করতে গত সোমবার ঢাকা থেকে পটুয়াখালী কলাপাড়ায় সবুজবাগে তার নিজ বাসায় আসেন।

নিহত ইমু ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের (বিইউপি) দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহত গাড়িচালকের বাড়ি কলাপাড়া উপজেলায়। তার নাম মো. মাহাবুব বলে পরিচয় পাওয়া যায়।

পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, ‘লাশ উদ্ধার করে স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version