বরিশাল অফিস :- ক্রেতা সেজে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এরপূর্বে সোমবার সন্ধ্যায় ক্রেতা সেজে গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন গৌরনদী মডেল থানার এসআই খাইরুল আলম। গ্রেফতারকৃতরা হলো-ঝালকাঠীর গগন এলাকার বাসিন্দা স্বপন তামিলদারের পুত্র বরিশাল নগরীর ২২নং ওয়ার্ডের ভাড়াটিয়া সোহেল তামিলদার (৩০), পিরোজপুর নেছারাবাদের সুঠিয়াকাঠী গ্রামের সামছুল হকের পুুত্র মেহেদী হাসান (২০) ও বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে জামাতা মামুন মোল্লার পুত্র নাহিদ হোসেন (২১)।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঈদ-উল আজহার দুইদিন পূর্বে ঝালকাঠীর সুগন্ধা গরুর হাট থেকে গ্রেফতারকৃতরা কৌশলে বরিশাল কোর্টে কর্মরত এসআই খলিলুর রহমানের ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে। ওসি আরও জানান, বিভিন্ন কৌশল অবলম্বন করে ক্রেতা সেজে এসআই খাইরুল আলম চুরি হওয়া পুলিশ সদস্যর মোটরসাইকেলসহ তিন চোরকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির কথা অকপটে স্বীকার করেছে।